নুসরাতের বিরুদ্ধে স্বামীর দেওয়ানি মামলা

0
1159

এবার নুসরাত জাহানের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তার স্বামী নিখিল জৈন

ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে নিখিল জৈন জানান‘যে দিন জানলাম, নুসরাত অন‌্য কারও সঙ্গে থাকতে চায় সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি। নুসরতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি। আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানি।

নিখিল আরও জানান, নুসরাতের সঙ্গে তাঁর গত ৬ মাস কোনও যোগাযোগ নেই। অনাগত সন্তানের জনক আমি নই।

সেই সাথে তিনি জানালেন, নুসরতের সঙ্গে ভবিষ্যতেও কোনও সম্পর্ক তিনি রাখতে চান না। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল।

নিয়ম অনুযায়ী, নুসরতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে আর কোনও সম্পর্ক থাকবে না তাঁর।

জানা যায়, ১০ সেপ্টেম্বর নুসরতের সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here