কলকাতা বিমানবন্দরে অবতরণ করার সোমবার বিকেল পাঁচটা সময় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভিস্তারা-র (Vistara) একটি বিমান। ওই ঘটনায় আহত হয়েছেন ৮ যাত্রী।
জানা যায়, এদিন মুম্বই থেকে কলকাতায় আসছিল ভিস্তারা-র(Vistara) বিমানটি। বিকেল ৪.৫৫ নাগাদ সেটি কলকাতা বিমানবন্দরে নামার চেষ্টা করে। সেসময় প্রবল ঝাঁকুনি তৈরি হয় বিমানে। এতেই আহত হন বিমানের ৮ যাত্রী।
কলকাতার বিমানবন্দর সূত্রে জানা যায়, আহতদের নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের কাছেই একটি বেসরকারি হাসপাতালে।
এনএইচ২৪/জেএস/২০২১