সম্প্রতিই তৃতীয়লিঙ্গের মানুষের সাথে টিকা নিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু পুলিশ নিশ্চিত হয়েছেন এটি ভুয়া টিকা কেন্দ্র। তারপর থেকে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তায় রয়েছেন এই অভিনেত্রী।
এদিকে মিমিকে দেওয়া করোনার এই প্রতিষেধক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এ বিষয়ে কলকাতা পৌরসভার ফরেনসিক বিশেষজ্ঞরা দাবি করেছেন —সম্ভবত হাম বা বিসিজি‘র টিকা কিংবা পাউডার গোলা পানি দেওয়া হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।
এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘পৌরসভার ফরেনসিক বিশেষজ্ঞদের মুখে খবরটা পাওয়ার পরে আমি চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যা জলে গুলে দেওয়া হয়েছে। পেট এবং মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। জলে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সে রকম ক্ষতি করবে না বলে জানিয়েছেন চিকিৎসক।
আপাতত মিমি সুস্থ আছেন। কিন্তু তার গলায় ভয়ের সুর স্পষ্ট। কলকাতা শহরের বুকে তার সঙ্গে এমন ভয়ানক ঘটনা ঘটতে পারে, তা ভাবতেও পারেননি বলে জানান মিমি।