চীনের হেনান প্রদেশের ঝেনশিং মার্শাল আর্টস সেন্টারে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। (খবর-বিবিসি)।
হতাহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে। তারা ওই স্কুলটির আবাসিক শিক্ষার্থী ছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
ঝিচ্যাং জেলা সরকার এক বিবৃতি জানিয়েছে, স্কুলটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিল। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।