ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে কর্মরত কিংবা যারা যোগদান করেছেন প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৫ জুন) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনের এক ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মাদক গ্রহণকারীরা সরকারি চাকরি পাবেন না। একই সঙ্গে সরকারি চাকরিতে যোগদানের আগে প্রার্থীর ডোপ টেস্ট করা হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। যার টেস্টে পজিটিভ আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার অবৈধ’ বিরোধী দিবসের আলোচনা সভায় মন্ত্রী বলেন, মাদক শুধু একজনকেই নয়, তার পরিবার কিংবা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।
মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে রাষ্ট্রের অগ্রগতিতে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আমরা ২০৪১ সালে দেশের উন্নয়ন চরম শিখরে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা মাদক নির্মূল না করতে পারলে বাধাগ্রস্ত হতে পারে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আগামীতে এ অধিদপ্তরকে আরও সুসংহত ও শক্তিশালী করা হবে।