৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত

0
596

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস মঙ্গলবার (১৩ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভয়াবহ পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে স্থল সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিরা সপ্তাহে ৩ দিন প্রবেশ করতে পারবেন। যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল থেকে দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ। সীমান্ত বন্ধের সেই ঘোষণা কয়েক দফায় বাড়ানো হয়। এবার সেই বন্ধের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here