সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৩ জনের। শনাক্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের।সুস্থ হয়েছেন ৪ লাখ ৭ হাজার ৯০০ জন।
এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৬৩৭ জনের। মোট মৃত্যু ৪০ লাখ ৬৫ হাজার ৩২৬ জনের এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ২৯৬ জনে।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৭ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৬২৩ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৬১৩ জনের। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে।