হাকিমপুরে অটোবাইক সমিতির আড়ালে সুদের কারবার

0
1267

দিনাজপুরের হাকিমপুরে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নামে চড়া সুদের কারবার করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে খট্রামাধবপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে,উপজেলার ডাঙ্গাপাড়া বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নামে অফিস খুলে দীর্ঘদিন ধরে বাৎসরিক শতকরা ৬০ শতাংশ সুদে জমজমাট ভাবে সুদের ব্যবসা চালিয়ে আসছে।

সমিতির কয়েকজন ব্যক্তি সকল সদস্যদের অবগত না করে নিজেদের স্বার্থে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নামে সুদের কারবার করে আসছে।

সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সমিতির অফিসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সংসদ সদস্যর ছবি ঝুলিয়ে রেখেছেন। ফরিদুল ইসলাম এ ব্যাপারে তদন্ত পৃর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here