পাবনা পৌরসভার দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা

0
1023

নতুন কোনো করারোপ ছাড়াই পাবনা পৌরসভার ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর ভবনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।

বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমান ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ৩৫ কোটি ৫৪ লক্ষ, উন্নয়ন খাতে আয় ১০৮ কোটি ৯২ লক্ষ, মুলধন ৩ কোটি ৮৪ লক্ষ, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১৩ কোটি ৪০ লক্ষ, উন্নয়ন খাতে ১শ’ কোটি ১১ লক্ষ, মুলধন ব্যয় ৩ কোটি ৫৫ লক্ষ, সম্ভাব্য সমাপনী স্তিতি ৩৩ কোটি ৭৩ লক্ষ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্টানে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে পাবনা পৌরসভাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে রাতদিন শ্রম দিচ্ছি। সকলের সহযোগিতায় পাবনা পৌরবাসীর কষ্ট লাঘব করে একটি উন্নত মডেল শহর গড়ে তুলব। পৌর মেয়র নয়, পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here