সৌদিতে সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই

0
1345

সম্প্রতি সৌদি আরবের সর্বোচ্চ আদালত ঘোষণা করেছেন ১১ জুলাই জিলহজ্জ মাসের প্রথম দিন র্অথ্যাৎ ২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। জিলক্বদ মাস শেষ হচ্ছে ১০ জুলাই। ১৯ জুলাই হজ।

তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে সেটা জানা যাবে রোববার (১১ জুলাই) সন্ধ‌্যায় । ঈদের তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭.১৫ টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

এই সভা শেষে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তাছাড়া, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here