নাটোরে করোনায় একই দিনে ৩ ভাইয়ের মৃত‌্যু

0
350

মহামারি করোনাভাইরাসে শুক্রবার (৯ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে নাটোরে একই দিনে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টার সময় ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়। অন‌্য দুই ভাইকে শুক্রবারে দাফন করা হয়।

মৃতরা হলেন- শহরের চকরামপুর এলাকায় শরিফুল ইসলাম পচু তার বড় ভাই বাবলু রহমান এবং ছোট ভাই জাহাঙ্গীর হোসেন।

পচুর বড় ছেলে সুরুজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম পচুর হোটেলের স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান। এ খবর শোনা মাত্র তার বড় ভাই বাবলু রহমান চাকরামপুর নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান।

এদিকে, তাদের আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিক‌্যল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান। ভোর থেকে সন্ধ্যার মধ্যে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here