সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঢেলাপীরে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

0
727

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী হাট ঢেলাপীরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন অঞ্চল থেকেই এ হাটে নিজেদের পশু নিয়ে আসেন বিক্রেতারা। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলছে হাটের বেচাকেনা। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্থ খামারিদের মুখে কিছুটা হাসি ফুটেছে।

এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে হাটে। আজ শুক্রবার হাটের দিনে ছোট-বড় ও মাঝারি আকারের অসংখ্য দেশিয় গরু উঠেছে। ৩৫ হাজার থেকে শুরু করে ৪ লাখ টাকার গরুও এসেছে হাটে। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ছাগলও নিয়ে এসেছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে গত বছর থেকে এবার দামও কিছুটা কম।

নীলফামারীর সদর উপজেলা, বড়ুয়া, দশমাইল, রানীরবন্দর, তারাগঞ্জ, পাকেরহাটসহ বিভিন্ন স্থান থেকে খামারি ও বিক্রেতারা গরু, ছাগল, ভেড়া নিয়ে এসেছেন ঢেলাপীর হাটে। এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরগুলোর মহাজনদের এ হাটে কোরবানির পশু কিনতে দেখা গেছে। ফলে গত মঙ্গলবারের হাটের চেয়ে আজকের হাটে কোরবানির পশুর দাম কিছুটা বেড়েছে।

এদিকে ক্রেতাদের সুবিধার্থে হাট ইজারাদারের পক্ষে ভ্যাকসিন দিয়ে গরু মোটাজাত, অসুস্থ্য ও গর্ভবতি গরু চেনার জন্য হাটে পশু চিকিৎসক রাখার ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here