সুখবর দিলেন রুনা খান

0
79
Newshunter24, Runa Khan, actress,

সম্প্রতি সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ব্যাক্তিগত জীবনের চেয়ে কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

বর্তমানে তেমন নতুন কোনো কাজ না করলেও ভক্তদের চমকে দিয়েছেন ওজন কমিয়ে। হট লুকে ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম কেড়েছেন জনপ্রিয় এই নায়িকা। কখনও ছড়িয়ে দেন রূপের দ্যুতি, আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে তার তুলনা হয় না। নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন নতুন কাজে নাম লেখাচ্ছেন এই অভিনেত্রী।

তবে গত জুলাইয়ের অকেটা আড়ালেই ছিলেন তিনি। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আবার ধীরে ধীরে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।

আরও পড়ৃন: ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

এ বিষয়ে সংবাদ মাধ্যমে রুনা খান বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here