ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

0
88
Newshunter24, Donald Trump, United States, President-elect, Gopalganj,

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় ভূরিভোজ করেছেন গোপালগঞ্জের কাশিয়ানীর স্থানীয় যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে দুই শতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ৩

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও। হিমুর আরেক বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই খিচুড়ি রান্না করে ভূরিভোজের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন প্রবাসী লুৎফর রহমান হিমু। দুই শতাধিক যুবক এ ভোজে অংশ নেন।

প্রসঙ্গত, ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here