সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

0
1289

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে আরও ৯ জন।

শনিবার (২৬ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ‌্য নিশ্চিত করে বলেন, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৫ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮ জুন সাতক্ষীরা জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৩.৮৭ শতাংশ করোনা শনাক্ত হয়।

তিনি আরও বলেন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৭০ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here