সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (২৬ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৬৬১ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫৫২ জন। শনাক্ত হয়েছে ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।