সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী কাড়াবাল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় দা হাতে ভাইরাল হন ৪ তরুণী। এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (১০ জুলাই) বিকেলে সেই ৪ তরুণীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে পুলিশ জানায়, অনেকদিন ধরে ওই গ্রামের মইনুদ্দিন লুকু ও সালেহা বেগমের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেন মইনুদ্দিন লুকু। এরপর থেকে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শুক্রবার সালেহা বেগম তার সন্তানরা মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরটি ভেঙে দেন। প্রায় ঘণ্টাব্যাপী ভাঙচুরের পুরো দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন স্থানীয়রা। পরে সেটি ভাইরাল হয়ে পড়লে কানাইঘাট ও সিলেটজুড়ে তোলাপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা শনিবার সকালে কানাইঘাট থানায় ছালেহা বেগমসহ তার পরিবারের লোকজনদের আসামি করে মামলা দায়ের করেন। এরপরই তাদের গ্রেপ্তার করেন পুলিশ।