পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় নিরঞ্জন হালদার নামের এক জেলের জালে একটি বড় আকারের (২৬ কেজি ৫০০ গ্রাম) পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, পদ্মায় মাছটি জালে ধরা পড়ার বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনা হয়। পরে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭২৫ টাকায় কিনে নেন।
প্রসঙ্গত, শুক্রবার (৯ জুলাই) রাতে একই জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি ১৮০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
এদিকে, এক মৎস্য কর্মকর্তা জানান, পদ্মা ও যমুনা নদীতে এখন নানা প্রজাতির এমন বড় বড় মাছ ধরা পড়ছে। তবে এ মাছগুলোকে রক্ষা করা গেলে সেগুলো ডিম ছেড়ে নদীতে ব্যাপকহারে বংশ বিস্তার করতে পারত।