সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘন্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৩ জন।
২৫ জুন সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।
শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২.৫০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৬২ শতাংশ। সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।