টিকা তৈরির কারখানা স্থাপন হবে গোপালগঞ্জে : স্বাস্থ্যমন্ত্রী

0
903

বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে। লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। এমনটাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

শনিবার (২৬ জুন) মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিন কোটি ভ্যাকসিন ক্রয়ের চুক্তি হলেও এখন পর্যন্ত ১ কোটি ভ্যাকসিন পাওয়া গেছে। চীনের সঙ্গে দেড় কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ৬ কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে ১১ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here