সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় এরও ২০৩ জনের মৃত‌্যু

0
372

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ২০৩ জনের মৃত‌্যু হয়েছে।এখন র্পযন্ত করোনায় মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন।

গত ২৪ ঘন্টায় আরও ১২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯.২১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৮৪ শতাংশ। সুস্থতার হার ৮৪.৯১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬১ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬১ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ জন, রাজশাহী বিভাগের ২৭ জন, খুলনা বিভাগের ৫৩ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ৫ জন, রংপুর বিভাগের ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here