নারায়ণগঞ্জে ড্রেন সংস্কারের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

0
373

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টায় ড্রেন সংস্কারের সময় দেয়াল ধসে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক।

রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেয়াল ধসে আহত ৩ শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের মধ‌্যে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here