সারাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

0
1119

সারাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। সোমবার (২৪ মে) চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং চট্টগ্রামে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, সিরাজগঞ্জে চারজন এবং চট্টগ্রামে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৫ জন মারা গেছেন। এরা হলেন- রবিউল ইসলাম (২৭) ও আলামিন (১৩), খুশি (১২), সাদিয়া (১০) এবং আজিজুল হক (৫৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া, দুগলি ও উল্লাপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- নাজমুল (১৫), হাসেম আলী (২৫) ছাকেরা বেগম (৫৬) এবং মোহনা খাতুন (১৭)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের একটি বিলে ইলিয়াছ (৫০) ও কাসেম (৪০) নামে দুই নির্মাণ শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here