হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউপির ৮নং ওয়ার্ডের প্রবাসী তরুণ কর্তৃক সদস্য গঠিত সাদ্দাম বাজার প্রবাসী গ্রুগের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
১৮ই জুলাই সকাল ১১ ঘটিকার সময় হাপ্টার হাওর নূর মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ করা হয়।এতে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান হুমায়ূন কবীর খাঁন,বিশিষ্ঠ মুরব্বী ও শিক্ষানোরাগী চঁন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ওসমান গণি কাজল,সাবেক মেম্বার আলহাজ্ব আবু তাহের, সাবেক মেম্বার মোঃ আমীর আলী,পল্লী চিকিৎসক তাহের আলী মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দীন ও অত্র সংঘঠনের দেশিয় উপদেষ্ঠা,পৃষ্টপোষক এবং সদস্যবৃন্দ
উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাই দুলু মালয়েশিয়া প্রবাসী ভিডিও কলের মাঝে দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান- মানবিক ও সামাজিক কল্যালে আমরা অঙ্গিকারবদ্ধ। সংঘের সাধারণ সম্পাদক ভিডিও কলে ডুবাই হতে জানান- আমরা অসহায়দের মাঝে খুবই স্বল্প আকারে এ ত্রাণ দিতে পেরে আমরা গর্বিত। ইনশা আল্লাহ ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যেতে চাই মানবটার টানে হসহায়দের মাঝে।
সাংঘঠনিক সম্পাদক মোঃ মিজানোর রহমান সিঙ্গাপুর হতে ভিডিও কলে জানান-‘‘আমরা প্রবাসে যে কষ্ট করি তা আর কষ্টই মনে হচ্ছে না অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের উপস্থিতি দেখে।আল্লাহ চাইলে আমরা ভবিষ্যৎ এ আরো এগিয়ে নিতে চাই আমার সাদ্দাম বাজার প্রবাসী গ্রুপকে।