মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ও ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সোমবার (১৯ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে এবং আরও ৯ রোগী করোনা উপসর্গ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া বাকি ৩ জনের মৃত্যু নিজেদের বাড়িতেই হয়েছে।
অন্যদিকে, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১২৪ জনের মধ্যে ৩৮ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ৮৬ জনের মধ্যে হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ২ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ২৫ জন, কুলিয়ারচরেু ১০ জন, ভৈরবে ২২ জন, বাজিতপুরে ১০ জন, ইটনাতে ৩ জন এবং মিঠামইনে ১ জন শনাক্ত হয়েছে।