মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার মেডিক্যাল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ের কারণে করোনায় আক্রান্ত ৪ রোগীসহ উপসর্গ নিয়ে মোট ১৪ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে আরও ১৯০ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন
এখন পর্যন্ত, জেলায় গত বছরের জুন থেকে আজ সকাল পযর্ন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৪২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭১ জন।
বর্তমানে জেলায় ১ হাজার ১৬৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ২৭৪ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮৯৩ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।