মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে চলছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকর করতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৎপর আছেন পুলিশ সদস্যরা। সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা।
এসব এলার প্রতিটি চেকপোস্টে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন চেকপোস্ট ঘুরে ঘুরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে। জরুরি পণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন খুব একটা চোখে পড়েনি।