শুভ জন্মদিন ইউনিভার্স বস ক্রিস গেইল

0
940

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা, স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইল আজ ৪২ বছরে পদার্পন করলেন। ১৯৭৯ সালের আজকেই এই দিনে জ্যামাইকায় জন্মগ্রহণ করেন এই ব্যাটিং দানব।

১৯ বছর বয়সে জামাইকার পক্ষ হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে গেইলের। এরপর ওয়েস্ট ইন্ডিজের পক্ষ হয়ে যুবদের আন্তর্জাতিক পর্যায়ে খেলেন। এগার মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন। এর ৬ মাস পর টেস্ট ম্যাচ খেলেন। ক্রিস গেইল সাধারণতঃ ইনিংসের গোড়াপত্তন করেন ও বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে ইতোমধ্যেই নিজের পরিচয় তুলে ধরেন।

২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ১১৭ রান করেন যা একসময় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস হিসেবে রেকর্ডভূক্ত হয়েছিল।

এছাড়াও তিনি টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশী ১৩টি হাফসেঞ্চুরি করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের উদ্বোধনী আসরে প্রথম ফ্রাঞ্চাইজ খেলোয়াড় হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি টি-২০ বিশ্বকাপে দুইবার সেঞ্চুরি করেন৷

২৩ এপ্রিল ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেন। যেটি বর্তমানে টি-২০ এবং ক্রিকেটের যে-কোন ফরম্যাটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।

ক্যারিয়ারের অন্তিম লগ্নে বর্তমানে এসেছেন গেইল। দ্বাদশ বিশ্বকাপের পর অবসরের কথা বললেও সিদ্ধান্ত পরিবর্তন করেন। এখন পর্যন্ত ১০৩ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৭২১৫ রান। রয়েছে ১৫ টি শতক ও ৩৭ টি অর্ধশতক। ৩৩৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here