অবশেষে কারামুক্ত হলেন শিল্পার স্বামী রাজ

0
464

অবশেষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১১.৩০ মিনিটে মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে মুক্ত হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারামুক্ত হওযার পর তাকে ঘিরে ধরেন মিডিয়াকর্মীরা। তবে কোনো কথা বলেননি তিনি। ভিড় ঠেলে গাড়িতে ওঠেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০, ৩৪, ২৯২ ও ২৯৩ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে মুম্বাই পুলিশ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ। তার পাশাপাশি জামিন পান রাজের আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here