শাহরুখ খানের বন্ধু সাকিব আল হাসান!

0
1453

ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দারুণ বন্ধুত্বের সর্ম্পক রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) দীর্ঘদিন খেলেছেন এ অলরাউন্ডার। আর সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। প্রায়ই কথা হয় দুজনের।

সম্প্রতি শাহরুখ ও সাকিবের সর্ম্পক নিয়ে মজার কিছু বিষয় শেয়ার করেছেন সাকিব। জানালেন বিষ্ময়কর কিছু তথ্য।

সাকিব বলেন, তাদের দুজনের মধ্যে ক্রিকেট নিয়ে নাকি কোনো কথাই হয় না। সব সময় পরিবার নিয়ে কথা হয়। পরিবারকে কীভাবে খুশি রাখতে পারি এসব নিয়ে। মানুষ হিসেবে আমাকে কী করতে হবে। কীভাবে আরও ভালো মানুষ হওয়া যাবে- এসব নিয়েই নানা উৎসাহমূলক আলোচনা করেন তিনি।

শাহরুখের প্রশংসায় এই অলরাউন্ডার আরও বলেন, তিনি অনেক অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। তিনি তার ভাবনাগুলো আমার সঙ্গে ভাগাভাগি করেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সঙ্গে আমার যখনই দেখা হয়, প্রতিবারই মনে হয় আন্তরিক এবং বিনয়ী একজন মানুষ তিনি।

এনএইচ২৪/জেএম/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here