সম্প্রতি তৃতীয় সংসার ভাঙ্গার খবর ছড়িয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। যদিও অফিসিয়ালি কোন ঘোষণা দেয়নি শ্রাবন্তী ও তার স্বামী রোশান সিং।
তবে এরই মধ্যে খবর ছড়িয়েছে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন শ্রাবন্তী, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী। তবে এই সম্পর্কের বয়স মাত্র এক মাস।
ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে লিখেছেন,‘মন দেওয়া-নেওয়ার জন্য এক মাস কম সময় নয়। বেকারি প্রতিষ্ঠানের মালিক অভিরূপ পার্টি করতে ভালোবাসেন। তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলেও তা বোঝা যায়। গত ৩১ মার্চ তাদের সম্পর্কের এক মাস পূর্ণ হয়েছে। এজন্য তারা সম্পর্কের এক মাস উদ্যাপন করতে পার্টিও করেছেন।’
অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক রয়েছে। তবে সেটাকে এখনি প্রেমের সম্পর্ক বলা ঠিক হবে না বলে মনে করছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠ একজন। তিনি বলেন—‘শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেওয়ার সময় এখনো আসেনি। কিন্তু ইদানীং কিছু ঘটনা অন্য ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি রোশান-শ্রাবন্তী এখনো আইনত স্বামী-স্ত্রী।
এনএইচ২৪/জেএস/২০২১