লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আজ সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ অনুর্ধ ১৭ বালক ও বালিকা দলের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় ফাইনাল খেলায় বালিকা দলে লক্ষ্মীপুর পৌর একাদশ ২-০ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে।
বালক দলে সদর উপজেলা একাদশ ৩-০ গোলে লক্ষ্মীপুর পৌর একাদশকে পরাজিত করে। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, জেলা ক্রীড়া অফিসার, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্ডা জসিম উদ্দিন প্রমুখ।
বিজয়ী দল আগামী ১৪ তারিখ চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহন করবে।
এনএইচ২৪/জেএস/২০২১