লকডাউন ভেঙে মেসির জন্মদিন পালন করায় জরিমানার কবলে বাংলাদেশী ভক্ত

0
1718
messi, messi fan, futball, argentina, bangladesh,

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি নাম উচ্চারণ করলে শুরুতেই মেসি-রোনালদোর নাম চলে আসবে। আর সেই লিওনেল মেসির জন্মদিন হলে ভক্তরা তা পালন করার চেষ্টা করবে তা স্বাভাবিক। কিন্তু সময়টা যখন করোনাকাল তখন অবশ্যই তা স্বাভাবিক নয়। ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিনে তার কিছু পাগলা ভক্তের পাগলামির মাত্রা অতিক্রম করায় ১৫ জনকে গুনতে হলো জরিমানা।

গতকাল ২৪ জুন ছিল ফুটবল বিশ্বের অন্যতম সেরা জাদুকর লিওনেল মেসির জন্মদিন। সারা বিশ্বে অগনিত ভক্ত তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং জন্মদিন পালন করেছে।

তবে, সেই জন্মদিন পালন করতে গিয়েই এবার জরিমানার কবলে পড়তে হলো মেসির কজন বাংলাদেশি ভক্তকে। চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই কফি হাউজে ১৫-১৬ জনের একদল যুবক মেসির জন্মদিন পালন করেছে।

করোনার মধ্যে সামাজিক দুরত্ব না মেনে জন্মদিন পালন করায় ওই ১৫ যুবকের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। আর ওই কফি হাউজের মালিকের কাছে থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here