করোনাভাইরাসের মধ্যেই তানজিন তিশার নতুন প্রজেক্ট

0
1429
tanjin tisha, drama, media,

করোনাভাইরাসের কারণে শুটিংয়ে ফিরতে চাচ্ছেন না অনেক তারকা। অল্প কিছু শিল্পী শুটিংয়ে ফিরলেও এখনো ফেরেনি বেশিরভাগ অভিনয় শিল্পীই। এরমধ্যে আছেন সময়ের ব্যস্ত তারকা তানজিন তিশা। গত ১৮ মার্চ থেকে ঘরেই সময় কাটাচ্ছেন তিনি।

তবে এই করোনাকালে অলস সময় কাটাচ্ছেন না তানজিন তিশা। নিজের বিশেষ একটি ইচ্ছে পূরণ করতে সময়টাকে ভালো ভাবেই কাজে লাগাচ্ছেন তিনি। করনার মধ্যে গত এপ্রিল মাসে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। এখন এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে ঘরে বসেই নিয়মিত নতুন নতুন ভিডিও বানাচ্ছেন।

তানজিন তিশা বলেন, ‘এখন ছোট ছোট ভিডিও বানিয়ে চ্যানেলে প্রকাশ করছি। নতুন চ্যানেল হিসেবে ভালো সাড়া পাচ্ছি। করোনার সংকট কাটলে বড় পরিসরে আরও অনেক ভিডিও প্রকাশ করতে চাই। যেহেতু এখন অভিনয় করা সম্ভব হচ্ছে না, তাই সময়গুলো নিজের ইচ্ছে পূরণের কাজে লাগাচ্ছি।’

তিশার নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার ভক্তরা। এদিকে আপাতত শুটিংয়ে ফেরার কথা ভাবছেন না ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমানে নিজের পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন। গত ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। নাটকগুলোর শুটিং হয়েছিলো লকডাউন শুরুর আগেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here