লকডাউন দেখতে এসে দুপুর পর্যন্ত আটক ২৪৯, গ্রেপ্তার ৭৩

0
1317

মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ঘোষণা করেছেন সরকার। আজ লকডাউনের প্রথম দিন। তবে লকডাউন নিয়ে চলছে হাসি তামশা। জনসাধারণ করোনাকে ভয় না করে লকডাউন কেমন চলছে তা দেখতে বের হচ্ছে বাইরে। আর বাইরে বের হয়ে পড়ছে বিপাকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮টি বিভাগে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ২৪৯ জনকে, সাজা দেয়া হয়েছে ৮ জনকে। ৫৬ জনকে ৬ হাজার ২০৭ টাকা এবং ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি আর জব্দ করা হয়েছে ৬টি গাড়ি।

বৃস্পতিবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here