বই রিভিউ (অদেখা ভুবন)

0
1336

প্রয়োজনের বেশি সবকিছুই বিষ! হোক সেটি অমৃত সুধা!

পৃথিবীর সূচনালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বহু রহস্য উন্মোচন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। স্রষ্টা চাইলেই পারতেন সবকিছু একেবারে খোলাসা করে দিতে, তিনি চাইলেই একাধারে সকলকে ধনী, সকলকে গরীব, সকলকে সুন্দর, সকলকে অসুন্দর করেই সৃষ্টি করতে পারতেন যেহেতু করেননি তার মানে এর মধ্যেই আমাদের কল্যান।

বিশ্বমাতা তার বুকের মাঝে যেসব রহস্য আজ অবদি লুকিয়ে রেখেছে তা হয়ত সময়ের সাথে সাথে খোলস ছেড়ে বেরিয়ে আসবে,তখন সবাই তা দেখবে। কিন্তু যে রহস্য এখনও লুকিয়ে আছে সে রহস্য দেখার মতো চোখঁ সবার থাকেনা,সবাই চাইলেই তা দেখতে পারেনা।

এতে করে প্রমাণিত হয় সৃষ্টির সকল প্রাণী সমান নয়!অথচ নির্বোধ মানুষ গতকাল পর্যন্ত একের সাথে অপরের তুলনা করে আসছে,আগামী দিনও করবে।

হুমায়ূন আহমেদ এর লেখা “অদেখা ভুবন” বইটি পড়লে মানুষে মানুষে বিদ্যমান বৈষম্য গুলো চোখেঁ পড়ে এবং সে বৈষম্য থাকা কতো স্বাভাবিক তিনি খুব সুন্দর করেই তা ব্যাখ্যা করেছেন…

রিভিউ ক্রেডিট- জান্নাত ফাতেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here