রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৬ জন। শনিবার (৩ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের রাজশাহীতে ২০ জন, বগুড়ায় ১৯ জন, সিরাজগঞ্জে ২৫ জন এবং পাবনায় ২ জন নতুন নতুন করে শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৩ জন।
শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, রাজশাহীতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮১৮ জন।
এনএইচ২৪/জেএ/২০২১