বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

0
1029

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) নিহত আসাদ শেখের মেয়ে মমতাজ বেগম বাদি হয়ে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামি করে মোল্লাহাট থানায় এই মামলা দায়ের করেন। এদের মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ইতোমধ্যে ২ নং আসামি মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here