রংপুর নগরীর মডার্ন মোড় শাপলা কোল্ড স্টোরেজের সামনে বৃহস্পতিবার (৮ জুলাই) নিয়ন্ত্রণহীন একটি মিনি ট্রাকের ধাক্কায় কামাল হোসেন নামে ব্যাটারিচালিত এক অটোচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।
মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত কামাল হোসেন মিঠাপুকুর উপজেলার ৪ নম্বর ভাংনি ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে মডার্ন মোড় থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে তিনি মিঠাপুকুরের দিকে যাচ্ছিলেন। মডেল কলেজ রোডে শাপলা কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে আসা একটি নিয়ন্ত্রণহীন মিনি ট্রাক অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই অটোচালকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।