নগরীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্রসন্তানের জন্ম শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের স্ত্রী আফসানা চৌধুরী (শিফা)। মা-ছেলে সুস্থ আছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে হাবিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানান।
খুশির খবর জানিয়ে ফেসবুকে হাবিব লিখেন—‘মহান আল্লাহ আমাকে ও শিফাকে একটি পুত্রসন্তান দিয়েছেন। আমরা তার নাম রেখেছি আয়াত। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।’
গত ১২ জানুয়ারি, হাবিব তার ৩য় বিয়ের ঘোষণা দেন। এও জানান, মহামারি করোনার কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে কবে হাবিব-শিফা বিয়ে করেছেন এ তথ্য জানাননি।