মেসি ভালো খেলোয়াড়, তবে জিতবে ব্রাজিল: ব্রাজিল ভক্ত জয়

0
1062

সম্প্রতি কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল আর আর্জেন্টিনা। এসময় সবাই মুখিয়ে থাকেন খো দেখার জন্য। আর এই খেলা নিয়ে সবাই প্রকাশ করছেন যার যার মন্তব্য।

এমনই এক মনের কথা জানালেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি জানান যে, মন থেকে ফুটবল খেলা পছন্দ করেন। সমর্থন করেন নিজের প্রিয় দল ব্রাজিলকে।

তিনি বলেন, ‘আমি ছোট বেলা থেকেই ব্রাজিলের ভক্ত। ব্রাজিলের খেলা মানেই হচ্ছে ছন্দ। ফুটবলের ছন্দময় খেলা যদি কোন দল খেলে থাকে সেটা হচ্ছে ব্রাজিল। ফুটবল যখন থেকে বুঝি তখন থেকেই ব্রাজিলের সমর্থক আমি। ব্রাজিলের এবারের দলটা চমৎকার। যারা আছেন, তারা বিভিন্ন দেশের লিগে ডমিনেট করেছেন। সেই শুরু থেকেই দুর্দান্ত এক ব্রাজিলকে আমি দেখছি। তাদের খেলার একটা ছন্দ আছে, মাধুর্যতা আছে। তাই ব্রাজিলকেই আমার ভালো লাগে।

ব্রাজিলের কার কার খেলা আপনার ভালো লাগে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রিয় খেলোয়াড় পেলে। আর এখন যদি বলেন নেইমার। বর্তমানে নেইমার দুর্দান্ত খেলছে। এ সময়ে তার মতো এত দক্ষ খেলোয়ার খুব কমই দেখা যায়, যার কারণে বিশ্বজুড়ে তার এত ভক্ত।

তিনি বলেন, ২০০২ বিশ্বকাপ খেলা আমি খুব ভালোভাবে দেখেছি। এবং ওই বিশ্বকাপের খেলা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। ২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলের দলটা ছিল দুর্দান্ত। রোনালদো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাফু, এই দল দিয়ে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তেই গোলের দেখা পেতো তারা। প্রতিটা ম্যাচ জিততে পারতো। একারণেই সেই আসরের সাতটি ম্যাচই জিতেছিলো তারা। হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন।

তিনি আরও বলেন, সবসময়ই মুখিয়ে থাকি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখার জন্য। ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা হলে তো কথাই নেই। এবারের কোপার ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হবে। জমবে বেশ। আর্জেন্টিনাও ভালো দল। তাদের মেসির মতো একজন দারুণ খেলোয়াড় আছে। তবে জিতবে ব্রাজিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here