কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দিবেন থিয়াগো সিলভা

0
1531

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানেই সারাবিশ্বে অন্য রকম আমেজ। বিশেষ করে বাঙ্গালীর কাছে এ যেন এক উৎসব মুখরদিন।

মহামারি করোনার কারণে বিলম্বে শুরু হওয়া এই বছরের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে অধিনায়ক সিলভার ব্রাজিল। তার মুখোমুখি হবে আর্জেন্টিনার মেসির দল। আর এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন চেলসি অধিনায়ক থিয়াগো সিলভা।

ইউরো-২০২০ আসরের চার সেমি ফাইনালিস্ট দলে অন্তত একজন করে প্রতিনিধি রয়েছে চেলসির। ফলে এবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ট্রফি যারাই জিতুক তার অংশিদারিত্ব যে চেলসি পাচ্ছে তাতে কোনো সন্দেহই আর থাকছে না। কিন্তু থিয়াগো সিলভা যদি দক্ষিণ আমেরিকার প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে পারেন তাহলে তিনি চেলসিকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নদের হোম বলে উল্লেখ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here