মারা গেছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

0
735

আল্লামা শফীর মৃত্যুর পর গত এক বছর ধরে শুন্য ছিলো চট্টগ্রামের বহুল আলোচিত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে মনোনীত হওয়ার পরপরই মারা যান মুফতি আব্দুস ছালাম চাটগামী।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারী মাদ্রাসার পরিচালনা শুরা কমিটির সদস্য, হেফাজতে ইসলামের উপদেষ্টা মুফতি আব্দুস ছালাম মারা যান।

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদে মনোনয়ন দিতে বুধবার সকাল ১০টা শুরা কমিটির ১০ জন সদস্যের উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শুরু হয়। এই বৈঠকে মফতি আব্দুস ছালামের উপস্থিত থাকার কথা ছিলো। হঠাৎ তিনি শারিরীকভাবে অসুস্থতা অনুভব করায় মাদ্রাসায় তার নিজ কক্ষে অবস্থান করেন।

এর কিছুক্ষণের মধ্যেই মুফতি আব্দুস সালাম আরও গুরুতর অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত মাদ্রাসা সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here