বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রাশেদা চৌধুরী। সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সর্ম্পকে অজানা কিছু তথ্য জানান।
তার কাছে জায়েদ খান সর্ম্পকে জানতে চাইলে তিনি জায়েদ খানের প্রশংসা করে বলেন, জায়েদ আমার সন্তানের মতন। ওর কথা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। ও এমন একটা মানুষ যাকে সব সময় পাশে পেয়েছি। এটা শুধু আমার ব্যাক্তিগত ব্যাপার না ও সবার বেলায় সব সমস্যার সময় পাশে থাকেন। সেই ১৯৮৪ সাল থেকে সে এমন নিবেদিত প্রাণ যা আর কাউকে দেখি নি।
সে ঈদের সময় সারারাত জেগে থেকে সবার জন্য (যারা আর্থিক ভাবে দুর্বল তাদের জন্য) উপহার রেডি করেছে। এমনকি এই করোনার সময় ও ত্রাণ থেকে শুরু করে করোনার টিকার র্পযন্ত ব্যবস্থা করেছে।
জায়েদ আসার পর থেকে শিল্পী সমিতির অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে অনেক গোছানো হয়েছে, নতুনত্ব এসেছে। সমিতির সবার বিপদে আপদে সব সময় পাশে থাকে। ওর মতন মানুষ পাওয়া খুব কঠিন।
জায়েদ খানের প্রশংসা শেষে এই কিংবদন্তি অভিনেত্রী রাশেদা চৌধুরী কৃতজ্ঞতা জানান।