মমেক হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ মৃত্যু

0
339

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৩৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

তিনি আরও জানান, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here