গাইবান্ধার সাঘাটা উপজেলা বিভিন্ন এলাকার গরীব, দূঃখী ও অসহায় কমপক্ষে ৬৫০ পরিবারের মাঝে আসন্ন ঈদ উল- আযহা উপলক্ষে ঈদ উপহার প্যাকেজ বিতরন করে। ১৬ জুলাই শুক্রবার ভরতখালী ইউনিয়ন মান্দুরা গ্রামে সংগঠনের দপ্তর সম্পাদক রানার বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য সামছুজ্জোহা, ভরতখালী ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, ইউপি সদস্য কিশোর মাহমুদ (রুবেল), তথ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহকারী তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম মিন্টু, দপ্তর সম্পাদক ইকরাম প্রধান রানা, এছাড়াও ঈদ উপহার বিতরন কাজে সেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন, আকাশ, বাবলু, সিয়াম, নাইম, আদিত্ত, নুর আলম, আনিছ,পাপ্পু সজিবসহ অনেকে।
প্রবাস থেকে উক্ত সংগঠন এর সভাপতি, আনিসুর রহমান (সবুজ), সিনিয়র সহসভাপতি,মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিটু চৌধুরী, মোবাইল ভিডিও (গ্রুপ) কল এ বলেন। ভবিষ্যতে তারা মসজিদ, মাদ্রাসা, এতিম খানা ও দুস্থ মানুষের সেবায় কাজ করতে, সাঘাটা উপজেলার সকল প্রবাসী দের কে, প্রবাসী মানবতার ঘর সাঘাটা” এর সাথে যুক্ত করবেন।