মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

0
1051

মগবাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার (২৯ জুন) সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছে।

মামলায় অবহেলাজনিত প্রাণহানীর অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় অজ্ঞাত ব‌্যক্তিদের আসামি করা হয়েছে।

রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২৭ জুন সন্ধ‌্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবনও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here