গোপালগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

0
1052

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় সদর ও টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাযাঙ্গা গ্রামের ইমরান শরিফ (৪০) ও নড়াইল জেলার নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের তরিকুল ইসলাম (৫৬)। আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মাহফুজা বেগম (৪০)।

সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ ও সহকারী পরিচালক ডা: অসিত মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ওই তিনজন করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ইমরান শরিফ ও মাহফুজা বেগম মারা যান।

অপরদিকে, নড়াইল জেলার নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের তরিকুল ইসলাম গোপালগঞ্জ সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। নমুনায় করোনা পজেটিভ আসলে করোনা ইউনিতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

এদিকে, গত ২৪ ঘন্টায় ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছে ১২১ জন। সনাক্তের হার শতকরা ৩২ ভাগ। এ পযর্ন্ত জেলায় মোট ২৬ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় মোট সনাক্ত হযেছে ৪ হাজার ৮৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here