ব্রাহ্মণবাড়িয়ায় হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষে আহত ১৫

0
1079

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মইন্দ গ্রামের মধ্যপাড়া এলাকায় সোমবার (২৮ জুন) সন্ধ্যায় হাঁসের বাচ্চা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হারিজ মিয়ার ছেলে রুবেল একই এলাকার মৃত আহমদের ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে হাঁসের বাচ্চা নিয়ে যায়।

হাঁসের বাচ্চা নেওয়ার সময় রুবেলকে বাধা দেয়ায় তারা জাহাঙ্গীরের উপর হামলা করেন। জাহাঙ্গীরকে বাঁচাতে গিয়ে আরও ১৪ জন আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মইন্দ গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here