চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে সোমবার (২৮ জুন) রাতে প্রায় ৩৯ লাখ টাকা মুল্যের জর্দা আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আকবর হোসেন জর্দা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৪০ কার্টন জর্দা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করা হচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ জর্দা আটক করতে সক্ষম হয়।
কাস্টমস কর্তৃপক্ষ আরও জানান, এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।